Wednesday, May 27, 2020

পরপারে পারি জমালেন যাত্রাশিল্পী ঢুুলু শেখ

|| নাঈম ইসলাম ||
ঢুলু শেখ ‘যাত্রা’কে ভালোবেসে উজাড় করেছেন যৌবনের পুরোটা সময়। ১৯১০ খিষ্টাব্দে উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের সাতভিটা গ্রামে জন্ম নেয়া ঢুলু শেখ ছিলেন জারী গানের দলের মারেয়া। জীবনের বেশিরভাগ সময় পার করেছেন জারীর দলে সঙ সেজে, কোথাও বা যাত্রার দলে গান গেয়ে। জারী গানের যুগ চলে গেলে তিনি বিভিন্ন মেলা ও পূজা পার্বণের অনুষ্ঠানে খিলিপানের দোকান করেছিলেন। সেসব খিলিপানে ছিলো বাহারি রকমের মশলার ব্যবহার। রঙ্গিন জীবনের হাতছানির পিছনে ছুটন্ত ঢুলু শেখ সাংসারিক জীবনে কোন উন্নতি করতে পারেননি। বরং দারিদ্র্যের নির্মম কষাঘাতে নিষ্পেষিত হওয়া ঢুলু শেখ জীবনের শেষ সময়ে ভিক্ষাবৃত্তি করে জীবন অতিবাহিত করেছেন। হেঁটে চলেছেন মানুষের বাড়ি বাড়ি শুধু ক্ষুধা নিবারনের জন্য আর জীবন বাঁচানোর তাগিদে। এক সময়ের জারীর বদৌলতে পাওয়া রুপার মেডেল কিংবা পিতলের মেডেল সবগুলোই বিক্রি করেছেন পেটের ক্ষুধা মেটাতে।

অবশেষে নিষ্ঠুর পৃথিবীকে বিদায় জানালেন লোকচক্ষুর অন্তরালে সেই নিভৃত গ্রামে পড়ে থাকা কদরহীন ঢুলু শেখ। বার্ধক্যজনিত কারনে গত ২৫মে দুপুর ১ঃ৫০ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন এই গুনী যাত্রাশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। তিনি তার স্ত্রী এবং দুই মেয়ে এবং এক ছেলেকে রেখে গেছেন।
উল্লেখ্য, এ বছর ১১ জানুয়ারী অনুষ্ঠিত “উলিপুর লোকজ উৎসব ২০২০”-এ ঢুলু শেখকে সম্মাননা জানানো হয়েছিলো।
সুত্র: ulipur.com 


লেখাটি ভাল লাগলে শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

ধন্যবাদ।।