Showing posts with label অন্যান্য. Show all posts
Showing posts with label অন্যান্য. Show all posts

Wednesday, December 29, 2021

উলিপুরের ধামশ্রেনী ইউপি নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

উলিপুরের ধামশ্রেনী ইউপি নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন কাশিয়াগাড়ী ৪নং ওর্য়াডবাসী।
গত ২৮ মঙ্গলবার রাতে রফিকুল ইসলামের নিজ বাস ভবনে ফুলেল শুভেচ্ছা জানান কাশিয়াগাড়ী ৪নং ওর্য়াডবাসী। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো: জাবেদ আলী, ছুটিরপাতা ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক তানভীরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাকিউল খন্দকার, হাসানাত, এআর আতাউর রহমান, আব্দুল কাইয়ুম সরকার, নুরুজ্জামান মিয়া, দারোগ আলী, জামাল, কাইয়ুম, আব্দুল কাফি, দীলিপ চন্দ্র, লিখিল চন্দ্র, রিপন চন্দ্র, আব্দুর রহমান প্রমুখ।
নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ধামশ্রেনী ইউপি নির্বাচনে জয় লাভ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। কারণ জনগনের ভালবাসা ও আস্থার কারণে আজ আমি ইউপি চেয়ারম্যান। জনগন আমাকে ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি জনগনের ভালবাসা ও আস্থার মান রাখবো। ধামশ্রেনী ইউনিয়ন উন্নয়নে সকলকে নিয়ে কাজ করতে চাই। 

উল্লেখ্য, রোববার (২৬ ডিসেম্বর) ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মোটর সাইকেল প্রতিকে ৪ হাজার ১শ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মফিজল হক টেলিফোন প্রতিকে ২ হাজার ৩শ ৯২ ভোট পান।

Tuesday, July 20, 2021

Thursday, December 31, 2020

ফানুস উড়িয়ে পুরাতন বছরকে বিদায় জানালো  ছুটিরপাতা  টিম

ফানুস উড়িয়ে পুরাতন বছরকে বিদায় জানালো ছুটিরপাতা টিম

 

 

পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছর হোক সবার জন্য আনন্দময়!
ফানুস উড়িয়ে পুরাতন বছরকে বিদায় জানালো
Chutirpata
-

Saturday, November 28, 2020

ছুটিরপাতা ম্যাগাজিন" এর নভেম্বর (প্রতিষ্ঠা বার্ষিকী) সংখ্যাটি এখন বাজারে

ছুটিরপাতা ম্যাগাজিন" এর নভেম্বর (প্রতিষ্ঠা বার্ষিকী) সংখ্যাটি এখন বাজারে


কিশোর ও তরুণদের সৃজনশীলতার বিকাশে উলিপুর থেকে প্রকাশিত "ছুটিরপাতা ম্যাগাজিন" এর নভেম্বর (প্রতিষ্ঠা বার্ষিকী) সংখ্যাটি এখন বাজারে । প্রতিটি কপির মূল্য মাত্র ২০ টাকা। উলিপুর শহরে হোম ডেলিভারি ব্যবস্থা ও উলিপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে ম্যাগাজিন ডেলিভারির ব্যবস্থা রয়েছে। 

 আপনার কপি অর্ডার করতে কল করুন 01780613931 অথবা 01710308306

Thursday, November 12, 2020

ছুটিরপাতা ম্যাগাজিন" এর নভেম্বর (প্রতিষ্ঠা বার্ষিকী) সংখ্যাটি এখন বাজারে

ছুটিরপাতা ম্যাগাজিন" এর নভেম্বর (প্রতিষ্ঠা বার্ষিকী) সংখ্যাটি এখন বাজারে

কিশোর ও তরুণদের সৃজনশীলতার বিকাশে উলিপুর থেকে প্রকাশিত "ছুটিরপাতা ম্যাগাজিন" এর নভেম্বর (প্রতিষ্ঠা বার্ষিকী) সংখ্যাটি এখন বাজারে । প্রতিটি কপির মূল্য মাত্র ২০ টাকা। উলিপুর শহরে হোম ডেলিভারি ব্যবস্থা ও উলিপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে ম্যাগাজিন ডেলিভারির ব্যবস্থা রয়েছে। 

 

আপনার কপি অর্ডার করতে কল করুন 01780613931 অথবা 01710308306

Friday, October 2, 2020

 উলিপুরে মাসিক পাঠচক্র এবং লেখালেখি কলাকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উলিপুরে মাসিক পাঠচক্র এবং লেখালেখি কলাকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে মাসিক পাঠচক্র এবং লেখালেখি কলাকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩ টায় সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কিশোরদের ছোট কাগজ ছুটিরপাতা ম্যাগাজিন এর উদ্যোগে মাসিক পাঠচক্র এবং লেখালেখি কলাকৌশল বিষয়ক কর্মশালা উপজেলার চৌমুহনী বাজারে অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আবুহেনা মুস্তাফা, ছুটিরপাতার সম্পাদকীয় কমিটি, বিভিন্ন ফোরাম থেকে আগত কিশোর তরুণরা।

Sunday, September 27, 2020

কুড়িগ্রামের সন্তান সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কুড়িগ্রামের সন্তান সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

 

কুড়িগ্রামে প্রবল ঝড়বৃষ্টির মধ্যদিয়েই দেশবরেণ্য সব্যসাচী লেখক কুড়িগ্রামের সন্তান সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রোববার সকালে বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও কুড়িগ্রাম সরকারি কলেজ কর্তপক্ষ কবির সমাধীতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিলে অংশগ্রহন করে।
পরে দুপুরে বৃষ্টি কমে গেলে কুড়িগ্রাম প্রেসক্লাব, আইন মহাবিদ্যালয়, উত্তরবঙ্গ যাদুঘর, কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন কবির সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এখানে সংক্ষিপ্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপ্যাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট এস.এম আব্রামহাম লিংকন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।
চার বছর পেরিয়ে গেলেও সৈয়দ শামসুল হকের নামে স্মৃতি কমপ্লেক্সের কাজ আটকে পরায় দু:খ প্রকাশ করেন আগত দর্শনার্থীরা। এছাড়াও দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলায় সমাধীটি পরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

Thursday, June 4, 2020

ছুটিরপাতা ঈদ ফটো কন্টেষ্ট! অংশ নিয়ে জিতে নিন মোবাইল রিচার্জ ও বই!

ছুটিরপাতা ঈদ ফটো কন্টেষ্ট! অংশ নিয়ে জিতে নিন মোবাইল রিচার্জ ও বই!

ছুটিরপাতা ঈদ ফটো কন্টেষ্ট! অংশ নিয়ে জিতে নিন মোবাইল রিচার্জ ও বই!

ছুটিরপাতা শিশু কিশোরদের নিয়ে কাজ করে।  শিশু কিশোরদের মানসিকতা বিকাশে এবারের আয়োজন ঈদ ফটো কন্টেষ্ট। ১ম পুরুষ্কার থাকছে ১০০ টাকা মোবাইল রিচার্জ ও বই। এছাড়াও আরো তিনটি পুরুষ্কার৷

অংশ নেয়ার শর্তাবলী-
>>অবশ্যই ছুটিরপাতার নিয়মিত গ্রাহক হতে হবে৷ আপনি নিয়মিত গ্রাহক না হলে নিচের লিংকে গিয়ে ফরমটিপূরণ করুন।  (নিয়মিত গ্রাহক শর্ত- যে কোনো পরিমান কপি নিয়মিত ক্রয় করতে হবে। গ্রাহক মেয়াদ সর্বনিম্ন ২ বছর। নিয়মিত গ্রাহক ফরম লিংক https://docs.google.com/forms/d/e/1FAIpQLScSPxJYwartW-SqhdhUNYv2EJg4v9i1gTcNZIF002JxBysBpg/viewform?usp=sf_link>>)

>>ছবি জমা দেয়ার জন্য নিজের প্রোফাইলে #chtirpata-pc লিখে ছবিটি পোষ্ট করতে হবে৷ অবশ্যই # হ্যাস ট্যাগ ব্যবহার করবেন৷
>>এরপর আপনার ব্যক্তিগত প্রোফাইলে আপলোড কৃত ছবিটি এবং গ্রাহক নাম্বার সহ ছুটিরপাতার পেইজে বা আইডিতে বা মেইলে পাঠাবেন। (যারা গ্রাহক ফরমপূরণ করেছেন তারা উল্লেখকৃত নিজ নাম্বারে গ্রাহক নাম্বার বার্তা পাবেন।
>>আপনার টাইম লাইনে পোষ্টকৃত ছবিটির লাইক,কমেন্ট ও শেয়ার এর উপর  ৫০% মার্ক থাকবে৷

Wednesday, May 13, 2020

Tuesday, May 12, 2020

বিশ্বেন ১০ ধনী শিশু

বিশ্বেন ১০ ধনী শিশু

ইউটিউবের কল্যানে শিশুরাও এখন লাখ লাখ ডলার ইনকাম করছে। হঠাৎ করেই খুব সুন্দর মুখ এবং ছোট্ট ভয়েসের বাচ্চারা মধ্যবয়সীদের মতো রাতারাতি কোটিপতি হওয়ার উপায় খুঁজে পেয়েছে। সত্যিই এখন সৃজনশীল বাচ্চা হওয়ার মতো বেশি লাভজনক আর কিছুতে নেই। বিশ্বের সবচেয়ে ধনী কয়েকজন শিশু রয়েছে যাদের প্রায় প্রত্যেকেই উপার্জন করছে লাখ লাখ ডলার। এই শিশুরা বিভিন্ন উৎস থেকে এই অর্থ উপার্জন করে করছে। এর মধ্যে রয়েছে বিজ্ঞাপন, বিভিন্ন ব্র্যান্ডের সহযোগিতা থেকে পাওয়া অর্থ, মানুষের সামনে উপস্থিতি এবং স্পন্সর পোস্ট।

শীর্ষ দশ শিশুর এই তালিকায় মূলত স্থান পেয়েছে ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে সর্বাধিক অর্থ উপার্জন করা শিশুরা। এবার দেখা নেয়া যাক অর্থ উপার্জনের হিসেবে কারা শীর্ষে জায়গা করে নিয়েছে।

১) মৌলাই হাসান (মরোক্কোর ক্রাউন প্রিন্স): আয়ের দিক থেকে সবার উপরে রয়েছে মরোক্কোর ক্রাউন প্রিন্স মৌলাই হাসান। তার সম্পদের পরিমাণ ১৫৫ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ডলার। এই বিপুল পরিমাণ সম্পদ সে উত্তোরাধিকার সূত্রে পেয়েছে।

২) ব্লু আইভি (স্যার ও রুমি কার্টারের কন্যা) : তার সম্পদের পরিমাণ ৭৭ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার।

৩) প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স এবং ভিভিয়েন (জোলি-পিট দম্পতির সন্তান) : এরা সবাই বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা ও অভিনেতা ব্রাড পিটের সন্তান। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৮ কোটি ৯৪ লাখ ৭৫ কোটি ডলার। এই বিপুল সম্পত্তি তারা বাবা-মা থেকে পেয়েছে।

৪) নর্থ, সেইন্ট, শিকাগো এবং পাসালাম ওয়েস্ট (কানইয়ে ওয়েস্ট-কিম কার্দাশিয়ান দম্পতির সন্তান) : এরা সবাই মার্কিন টিভি অভিনেত্রী ও মডেল কিম কার্দাশিয়ান ও গায়ক কানইয়ে ওয়েস্টের সন্তান। তাদের মোট সম্পদের পরিমাণ ৬ কোটি ২৩ লাখ ১৬ হাজার ডলার।

৫) রায়ান কাজী (ইউটিউবার) : সাত বছরের শিশু রায়ান কাজীর নিজের উপার্জিত মোট সম্পদের পরিমাণ তিন কোটি ডলার। রায়ান যুক্তরাষ্ট্রে থাকে। ইউটিউবে তার সর্বাধিক জনপ্রিয় ভিডিওগুলিতে দেখা যায় সে তার উপহারের বাক্স খুলে বিভিন্ন খেলনা বের করে। সেই খেলনাগুলো পর্যালোচনা করে রিভিউ দেয় রায়ান। এভাবে ঘণ্টায় অন্তত দুই হাজার ডলার উপার্জন করছে এই শিশু।

৬) ভ্যালেন্টিনা পলোমা পিনাল্ট (সালমা হায়েক-ফ্রঁসোয়া অঁরি পিনো দম্পতির কন্যা) : বিখ্যাত মেক্সিকান টিভি অভিনেত্রী সালমা হায়েক ও ফ্রঁসোয়া-অঁরি পিনো দম্পতির কন্যা পিনাল্ট। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮৬ লাখ ৮৯ হাজার ডলার। বাবা-মা থেকেই এই বিপুল সম্পদ সে পেয়েছে।

৭) জো জো সিউয়া (গায়িকা, ইউটিউবার) : অভিনয়, গান, নাচ ও ইউটিউব থেকে সে মূলত উপার্জন করে থাকে। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮০ লাখ ডলার।

৮) ইভান মোয়ানা (ইউটিউবার) : ইভান টিউব এইচডি নামের একটি ইউটিউব চ্যানেল আছে তার। সেখান থেকে বিভিন্ন খেলনা ও রেসিপি দেখিয়েই মূলত উপার্জন করে ইভান। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮০ লাখ ডলার।

৯) ট্রু থম্পসন (খলি কার্দাশিয়ান-ট্রিস্টান থম্পসন দম্পতির কন্যা): মূলত বাবা-মা থেকে প্রাপ্ত অর্থেই সেরা ধনীর তালিকায় জায়গা করে নিয়েছে শিশুটি। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ডলার।

১০) ড্যানিয়েল বার্কহেড (মডেল-অভিনেত্রী) : মূলত মডেলিং ও রিয়েলিটি টিভিতে পার্ফর্মেন্স করে এই বিপুল পরিমাণ উপার্জন করেছে বার্কহেড। তার উপার্জিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ডলার।

সূত্র- জি জি মিডল ইস্ট