ছুটিরপাতা: খবরাখবর

শিরোনাম
লোডিং...
Menu
Showing posts with label খবরাখবর. Show all posts
Showing posts with label খবরাখবর. Show all posts

Wednesday, December 29, 2021

উলিপুরের ধামশ্রেনী ইউপি নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

উলিপুরের ধামশ্রেনী ইউপি নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন কাশিয়াগাড়ী ৪নং ওর্য়াডবাসী।
গত ২৮ মঙ্গলবার রাতে রফিকুল ইসলামের নিজ বাস ভবনে ফুলেল শুভেচ্ছা জানান কাশিয়াগাড়ী ৪নং ওর্য়াডবাসী। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো: জাবেদ আলী, ছুটিরপাতা ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক তানভীরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাকিউল খন্দকার, হাসানাত, এআর আতাউর রহমান, আব্দুল কাইয়ুম সরকার, নুরুজ্জামান মিয়া, দারোগ আলী, জামাল, কাইয়ুম, আব্দুল কাফি, দীলিপ চন্দ্র, লিখিল চন্দ্র, রিপন চন্দ্র, আব্দুর রহমান প্রমুখ।
নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ধামশ্রেনী ইউপি নির্বাচনে জয় লাভ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। কারণ জনগনের ভালবাসা ও আস্থার কারণে আজ আমি ইউপি চেয়ারম্যান। জনগন আমাকে ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি জনগনের ভালবাসা ও আস্থার মান রাখবো। ধামশ্রেনী ইউনিয়ন উন্নয়নে সকলকে নিয়ে কাজ করতে চাই। 

উল্লেখ্য, রোববার (২৬ ডিসেম্বর) ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মোটর সাইকেল প্রতিকে ৪ হাজার ১শ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মফিজল হক টেলিফোন প্রতিকে ২ হাজার ৩শ ৯২ ভোট পান।

Tuesday, July 20, 2021

উলিপুরে চরাঞ্চলের শিশুদের নিয়ে ছুটিরপাতার ঈদ মেহেদী উৎসব

উলিপুরে চরাঞ্চলের শিশুদের নিয়ে ছুটিরপাতার ঈদ মেহেদী উৎসব


 

ঈদ মানে আনন্দ । মুসলিম জাতির জন্য এক বিশেষ দিন। আর এই ঈদকে কেন্দ্র করে শিশুদের আগ্রহের শেষ নেই। অভিভাবকরাও সবাই চায় তাদের সন্তানের সমস্ত বায়না মেটাতে । তারপরেও কিছু বায়না অপূরণীয় রয়েই যায়। কারো বা কখনো পূরণই হয় না। পূর্ণ হয়ে উঠে না ঈদের আনন্দ । নতুন জামার পাশাপাশি শিশুদের অন্যতম বায়না হলো “মেহেদী”। ছোট্ট ছোট্ট দুটি হাতে মেহেদী রাঙাতে পারলেই যেন ঈদের আনন্দ সার্থক হয়।
মঙ্গলবার (২০ জুলাই) সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কয়েকটি চরের সেই সকল সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের নিয়ে “ছুটিরপাতা” ম্যাগজিন আয়োজন করে ঈদ মেহেদী উৎসব। স্বাস্থ্য বিধি মেনে এবং মাস্ক পরিধান করে প্রায় শতাধীক শিশুদের হাতে মেহেদীর আল্পনায় রাঙিয়ে দেওয়া হয়। এতে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে সেই সকল শিশুরা। এছাড়াও আগত সকল শিশুদের মাঝে মাস্ক এবং চলকেট বিতরণ করা হয়।
মেহেদী রাঙিয়ে দিতে উৎসবে অংশ নেওয়া তরুণ নুরআলম সিদ্দিক জানায়, ‘আগামীকাল ঈদুল আযহা। দিনটি সবার জন্য আনন্দের। আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিলাম। প্রতি বছর বাড়িতে ছোট ভাই বোনদের হাতে মেহেদী রাঙিয়ে দিই। তবে এবার সুবিধা বঞ্চিত শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিয়ে অনেক ভাল লাগছে।
ছুটিরপাতার নির্বাহী পরিচালক রাকিবুল ইসলাম জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা প্রতিবছর তাদের জন্য এমন আয়োজন করেই যাবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ‘এসব শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। সমাজের সবাই যদি এসব শিশুদের ছোট ছোট আনন্দের ভাগিদার হয়ে যায়, তাহলে তাদের মলিন মুখেও নির্মল হাসি ফুটে উঠবে।
’মেহেদী উৎসবের সমন্বয়ক ও ছুটিপাতার সম্পাদক ও প্রকাশক তানভীরুল ইসলাম জানান- ঈদ সবার । আর আনন্দ ভাগাভাগি করে নেওয়ার দ্বায়িত্ব আমাদেরই সকলের। প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের ক্ষুদ্র ফান্ডে আমরা চেষ্টা করেছি সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য। বিশেষ করে চরাঞ্চলের শিশুদের মাঝে। কারণ চরাঞ্চলের শিশুরা বরাবর এসব থেকে পিছিয়ে

Saturday, November 28, 2020

ছুটিরপাতা ম্যাগাজিন" এর নভেম্বর (প্রতিষ্ঠা বার্ষিকী) সংখ্যাটি এখন বাজারে

ছুটিরপাতা ম্যাগাজিন" এর নভেম্বর (প্রতিষ্ঠা বার্ষিকী) সংখ্যাটি এখন বাজারে


কিশোর ও তরুণদের সৃজনশীলতার বিকাশে উলিপুর থেকে প্রকাশিত "ছুটিরপাতা ম্যাগাজিন" এর নভেম্বর (প্রতিষ্ঠা বার্ষিকী) সংখ্যাটি এখন বাজারে । প্রতিটি কপির মূল্য মাত্র ২০ টাকা। উলিপুর শহরে হোম ডেলিভারি ব্যবস্থা ও উলিপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে ম্যাগাজিন ডেলিভারির ব্যবস্থা রয়েছে। 

 আপনার কপি অর্ডার করতে কল করুন 01780613931 অথবা 01710308306

Friday, November 13, 2020

উলিপুরে হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী পালন

উলিপুরে হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী পালন

 

কুড়িগ্রাম উলিপুরে হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন “হিমু পরিবহন” কুড়িগ্রাম টিমের পক্ষ থেকে  কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী। 
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৫ টায় চৌমহনী বাজার অক্সফোর্ড পাবলিক স্কুল হল রুমে হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহন কুড়িগ্রাম জেলা টিমের তানভীরুল ইসলাম, রাকিবুল ইসলাম, মিনার খান, লেখকের ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে কেক কাটা হয় পরে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভয়েস টিভির কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম বাবু, আনন্দ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন, নুরবক্ত আলী প্রমুখ।

Thursday, November 12, 2020

ছুটিরপাতা ম্যাগাজিন" এর নভেম্বর (প্রতিষ্ঠা বার্ষিকী) সংখ্যাটি এখন বাজারে

ছুটিরপাতা ম্যাগাজিন" এর নভেম্বর (প্রতিষ্ঠা বার্ষিকী) সংখ্যাটি এখন বাজারে

কিশোর ও তরুণদের সৃজনশীলতার বিকাশে উলিপুর থেকে প্রকাশিত "ছুটিরপাতা ম্যাগাজিন" এর নভেম্বর (প্রতিষ্ঠা বার্ষিকী) সংখ্যাটি এখন বাজারে । প্রতিটি কপির মূল্য মাত্র ২০ টাকা। উলিপুর শহরে হোম ডেলিভারি ব্যবস্থা ও উলিপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে ম্যাগাজিন ডেলিভারির ব্যবস্থা রয়েছে। 

 

আপনার কপি অর্ডার করতে কল করুন 01780613931 অথবা 01710308306

উলিপুরে  কিশোরদের ছোট কাগজ ’ছুটিরপাতা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

উলিপুরে কিশোরদের ছোট কাগজ ’ছুটিরপাতা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন


কুড়িগ্রামের উলিপুরে সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কিশোরদের ছোট কাগজ ’ছুটিরপাতা’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১১নভেম্বর) বিকালে উপজেলার চৌমুহনী বাজার অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলে কেক কেটে ছুটিরপাতা ম্যাগাজিনটি ৫ম বর্ষে পদাপর্ণ করলেন। এ সময় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আবু হেনা মুস্তাফা, অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান আসাদ,ধামশ্রেণী ইউপি সদস্য খন্দকার আব্দুল মতিন মন্টু, ছুটিরপাতা ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক তানভীরুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক আবু আনাছ. নির্বাহী সম্পাদক এস এম নাহিদ সুলতান, রাকিবুল ইসলাম ও ছুটিরপাতা’র বিভিন্ন এলাকার পাঠক ফোমামের সদস্যগণ। উল্লেখ্য, টিফিনের টাকা বাঁচিয়ে ২০১৭ সালের জানুয়ারীতে প্রথম প্রকাশিত হয় ম্যাগাজিনটি। আজ হাটি হাটি পা পা করে ৪র্থ বর্ষ পেরিয়ে ৫ম বর্ষে পা দিল ছুটিরপাতা ম্যাগাজিন। শুধু ম্যাগাজিন প্রকাশে নয় বিভিন্ন পাড়া-মহল্লা, গ্রাম-গন্জ ও শহরের শিশু-কিশোরদের সুস্থ্য জীবন যাপন, সুস্থ্য পরিবেশ বন্ধন, মানসিক বিকাশ, প্রতিভাবান দরিদ্র শিক্ষার্থীদের সহযোগীতা ও সংকটময় পরিস্থিতিতে সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশ গঠনে ছুটিরপাতা পরিবার নিরলসভাবে কাজ করে আসছে।

Friday, October 2, 2020

 উলিপুরে মাসিক পাঠচক্র এবং লেখালেখি কলাকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উলিপুরে মাসিক পাঠচক্র এবং লেখালেখি কলাকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে মাসিক পাঠচক্র এবং লেখালেখি কলাকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩ টায় সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কিশোরদের ছোট কাগজ ছুটিরপাতা ম্যাগাজিন এর উদ্যোগে মাসিক পাঠচক্র এবং লেখালেখি কলাকৌশল বিষয়ক কর্মশালা উপজেলার চৌমুহনী বাজারে অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আবুহেনা মুস্তাফা, ছুটিরপাতার সম্পাদকীয় কমিটি, বিভিন্ন ফোরাম থেকে আগত কিশোর তরুণরা।

Sunday, September 27, 2020

কুড়িগ্রামের সন্তান সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কুড়িগ্রামের সন্তান সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

 

কুড়িগ্রামে প্রবল ঝড়বৃষ্টির মধ্যদিয়েই দেশবরেণ্য সব্যসাচী লেখক কুড়িগ্রামের সন্তান সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রোববার সকালে বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও কুড়িগ্রাম সরকারি কলেজ কর্তপক্ষ কবির সমাধীতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিলে অংশগ্রহন করে।
পরে দুপুরে বৃষ্টি কমে গেলে কুড়িগ্রাম প্রেসক্লাব, আইন মহাবিদ্যালয়, উত্তরবঙ্গ যাদুঘর, কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন কবির সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এখানে সংক্ষিপ্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপ্যাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট এস.এম আব্রামহাম লিংকন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।
চার বছর পেরিয়ে গেলেও সৈয়দ শামসুল হকের নামে স্মৃতি কমপ্লেক্সের কাজ আটকে পরায় দু:খ প্রকাশ করেন আগত দর্শনার্থীরা। এছাড়াও দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলায় সমাধীটি পরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

Wednesday, September 9, 2020

শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতের লক্ষে বিনা মুল্যে মাস্ক বিতরণ

শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতের লক্ষে বিনা মুল্যে মাস্ক বিতরণ


“চর চ্যারিটি ফর চেইঞ্জ” কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতের লক্ষে ১০হাজার মাস্ক বিতরণ করেছে জেলার বিভিন্ন সংগঠনের মাধ্যমে। 

মঙ্গলবার(৮সেপ্টেম্বর) বিকালে “চর চ্যারিটি ফর চেইঞ্জ” হতে প্রাপ্ত ২শ মাস্ক সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কিশোরদের ছোট কাগজ "ছুটিরপাতা" উলিপুর চৌমহনী বাজার এলাকার হাফিজিয়া মাদরাসার ছাত্রদের ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনা মুল্যে বিতরণ করেন। 

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন ছুটিরপাতা ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক তানভীরুল ইসলাম, সহ-সম্পাদক রাকিবুল ইসলাম সহ ছুটিরপাতা’র বিভিন্ন  ফোরামের টিম লিডার ও বন্ধুগণ।

উল্লেখ্য, করোনার করাল গ্রাসের সূচনালগ্ন থেকেই কুড়িগ্রাম জেলার সাবেক পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম  এর মানবিক সংগঠন চর চ্যারিটি ফর চেইঞ্জ ফেসবুক গ্রুপের সদস্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা, রমজান মাসে রহমত প্যাকেজ, ঈদ উপহার প্যাকেজ, বন্যা বন্ধু প্যাকেজ, ঈদে বানভাসি চরাঞ্চলের মানুষদের জন্য কুড়িগ্রাম জেলার বিভিন্ন চরে গরু কোরবানী করে মাংস বিতরণ করে অসহায় মানুষকে সহায়তা করে আসছে সংগঠনটি। এছাড়াও বিভিন্ন সময়  গ্রুপের সদস্যদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বিশাল অংকের পুরস্কার প্রদান করেন। তাই অল্প সময়ে অসহায় মানুষদের কাছে মানবিক সংগঠন হিসেবে সুপরিচিত হয়ে উঠেছে চর চ্যারিটি ফর চেঞ্জ।

Thursday, June 4, 2020

ছুটিরপাতা ঈদ ফটো কন্টেষ্ট! অংশ নিয়ে জিতে নিন মোবাইল রিচার্জ ও বই!

ছুটিরপাতা ঈদ ফটো কন্টেষ্ট! অংশ নিয়ে জিতে নিন মোবাইল রিচার্জ ও বই!

ছুটিরপাতা ঈদ ফটো কন্টেষ্ট! অংশ নিয়ে জিতে নিন মোবাইল রিচার্জ ও বই!

ছুটিরপাতা শিশু কিশোরদের নিয়ে কাজ করে।  শিশু কিশোরদের মানসিকতা বিকাশে এবারের আয়োজন ঈদ ফটো কন্টেষ্ট। ১ম পুরুষ্কার থাকছে ১০০ টাকা মোবাইল রিচার্জ ও বই। এছাড়াও আরো তিনটি পুরুষ্কার৷

অংশ নেয়ার শর্তাবলী-
>>অবশ্যই ছুটিরপাতার নিয়মিত গ্রাহক হতে হবে৷ আপনি নিয়মিত গ্রাহক না হলে নিচের লিংকে গিয়ে ফরমটিপূরণ করুন।  (নিয়মিত গ্রাহক শর্ত- যে কোনো পরিমান কপি নিয়মিত ক্রয় করতে হবে। গ্রাহক মেয়াদ সর্বনিম্ন ২ বছর। নিয়মিত গ্রাহক ফরম লিংক https://docs.google.com/forms/d/e/1FAIpQLScSPxJYwartW-SqhdhUNYv2EJg4v9i1gTcNZIF002JxBysBpg/viewform?usp=sf_link>>)

>>ছবি জমা দেয়ার জন্য নিজের প্রোফাইলে #chtirpata-pc লিখে ছবিটি পোষ্ট করতে হবে৷ অবশ্যই # হ্যাস ট্যাগ ব্যবহার করবেন৷
>>এরপর আপনার ব্যক্তিগত প্রোফাইলে আপলোড কৃত ছবিটি এবং গ্রাহক নাম্বার সহ ছুটিরপাতার পেইজে বা আইডিতে বা মেইলে পাঠাবেন। (যারা গ্রাহক ফরমপূরণ করেছেন তারা উল্লেখকৃত নিজ নাম্বারে গ্রাহক নাম্বার বার্তা পাবেন।
>>আপনার টাইম লাইনে পোষ্টকৃত ছবিটির লাইক,কমেন্ট ও শেয়ার এর উপর  ৫০% মার্ক থাকবে৷

Thursday, May 28, 2020

দেড়হাজার যাত্রাপালা ও নাটকের পরিচালক উলিপুরের নজির হোসেন

দেড়হাজার যাত্রাপালা ও নাটকের পরিচালক উলিপুরের নজির হোসেন





তানভীরুল ইসলাম-
‘যাত্রা’ ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় লোকনাট্য ধারা। সাধারণত চারঘন্টা ব্যাপ্তির এ আয়োজনে থাকে বিপুল বিনোদন। কর্নেট, বাঁশি আর ঢোলের শব্দ ও উজ্জ্বল আলোর ব্যবহারে নাটকীয় উপস্থাপনা যাত্রার বৈশিষ্ট্য। যাত্রার সঙ্গে মিশে আছে বাঙালির আনন্দ-বেদনা, শেকড় ও ঐতিহ্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কালের বিবর্তনে আজ যাত্রাপালা হারিয়ে যাচ্ছে। তবে যাত্রাকে জীবনের ধ্যানজ্ঞান ও সাধনা মনে করে এখনও আকড়ে আছেন অনেক শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, লেখক ও পরিচালক। তাদেরই একজন মোঃ নজির হোসেন কবিরাজ।
নজির হোসেন দেশের বিভিন্ন প্রান্তে মঞ্চস্থ প্রায় ১৫০০ যাত্রাপালা ও নাটকের পরিচালক। এই শিল্পে তাঁর রয়েছে প্রায় পাঁচ শতাধিক শিষ্য। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাদারটারী গ্রামে ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন। পিতা মৃত আইজুদ্দিন ব্যাপারী ও মাতা মৃত রহিমা বেগম। পেশায় তিনি একজন পশুচিকিৎসক। এলাকায় তাকে সকলেই ওস্তাদ বলে ডাকেন।
নজির হোসেনের আনুষ্ঠানিক শিক্ষা প্রাথমিকের গণ্ডিতে থেমে গেলেও থামেনি জীবনপাঠ। তিনি বিশ্বকে পাঠশালা আর জীবনকে বই জ্ঞান করে এখনও অধ্যয়ন করে চলেছেন। যাত্রাশিল্পে নিবেদিত নজির হোসেন একাধারে গীতিকার, সুরকার ও পরিচালক।
শিল্পের এই অঙ্গনে তিনি প্রায় পাঁচশ শিষ্যের ওস্তাদ হলেও তাঁর কোনো ওস্তাদ ছিল না! অবাক বিষয় হলেও এটাই সত্যি। তাঁর কোনো ওস্তাদ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ছিল অনুপ্রেরণা। আব্দুল আলীম, আব্দুল লতিফ, আতা খান, সুবীর নন্দীর মতো শিল্পীদের গানে অনুপ্রেরণা পেয়ে তিনি নিজেও কিছু বন্ধুসহ শুরু করেন পথচলা। যাত্রা পরিচালনার পাশাপাশি যাত্রাপালায় নিজে অভিনয় এবং গানও গেয়েছেন।
নজির হোসেন প্রেমের ফাঁসি, হিংসার পরিণাম, কলঙ্কের ফুল, গরীবের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, প্রেমের সমাধীর তীরে, গরীব কেন কাঁদে, আবির ছড়ানো বাংলার মসনদসহ অনেক জনপ্রিয় নাটক ও যাত্রাপালা পরিচালনা করেন। ৩০টির মতো যাত্রাপালা রচনার পাশাপাশি গান রচনা করেছেন প্রায় ২ শতাধিক। বাদ্যযন্ত্রের মধ্যে বাঁশি, হারমোনিয়াম, তবলা, জুড়ি, ঢোল, খোল ও বেহালায় পারঙ্গম তিনি। তাঁর হাতে এলেই যেনো বাদ্যযন্ত্রগুলো নিজে নিজে বেজে ওঠে।
শত-সহস্র দর্শকের সামনে যাত্রামঞ্চের সেই উজ্জ্বল আলো ঝলমলে রাত এখন অনেকটাই ফিকে। নিয়মিত মঞ্চস্থ না হওয়ার কারণে ভেঙ্গে যাওয়ার পথে নজির হোসেনের দল। তবু তিনি লড়ে যাচ্ছেন, হাল ছাড়ছেন না। যতদিন পৃথিবীতে আছেন যাত্রার উজ্জ্বল আলোয় ভরিয়ে দিতে চান বাংলার প্রান্তর।

  • তানভীরুল ইসলাম : সম্পাদক ও প্রকাশক, ছুটিরপাতা।

Wednesday, May 27, 2020

পরপারে পারি জমালেন যাত্রাশিল্পী ঢুুলু শেখ

পরপারে পারি জমালেন যাত্রাশিল্পী ঢুুলু শেখ

|| নাঈম ইসলাম ||
ঢুলু শেখ ‘যাত্রা’কে ভালোবেসে উজাড় করেছেন যৌবনের পুরোটা সময়। ১৯১০ খিষ্টাব্দে উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের সাতভিটা গ্রামে জন্ম নেয়া ঢুলু শেখ ছিলেন জারী গানের দলের মারেয়া। জীবনের বেশিরভাগ সময় পার করেছেন জারীর দলে সঙ সেজে, কোথাও বা যাত্রার দলে গান গেয়ে। জারী গানের যুগ চলে গেলে তিনি বিভিন্ন মেলা ও পূজা পার্বণের অনুষ্ঠানে খিলিপানের দোকান করেছিলেন। সেসব খিলিপানে ছিলো বাহারি রকমের মশলার ব্যবহার। রঙ্গিন জীবনের হাতছানির পিছনে ছুটন্ত ঢুলু শেখ সাংসারিক জীবনে কোন উন্নতি করতে পারেননি। বরং দারিদ্র্যের নির্মম কষাঘাতে নিষ্পেষিত হওয়া ঢুলু শেখ জীবনের শেষ সময়ে ভিক্ষাবৃত্তি করে জীবন অতিবাহিত করেছেন। হেঁটে চলেছেন মানুষের বাড়ি বাড়ি শুধু ক্ষুধা নিবারনের জন্য আর জীবন বাঁচানোর তাগিদে। এক সময়ের জারীর বদৌলতে পাওয়া রুপার মেডেল কিংবা পিতলের মেডেল সবগুলোই বিক্রি করেছেন পেটের ক্ষুধা মেটাতে।

অবশেষে নিষ্ঠুর পৃথিবীকে বিদায় জানালেন লোকচক্ষুর অন্তরালে সেই নিভৃত গ্রামে পড়ে থাকা কদরহীন ঢুলু শেখ। বার্ধক্যজনিত কারনে গত ২৫মে দুপুর ১ঃ৫০ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন এই গুনী যাত্রাশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। তিনি তার স্ত্রী এবং দুই মেয়ে এবং এক ছেলেকে রেখে গেছেন।
উল্লেখ্য, এ বছর ১১ জানুয়ারী অনুষ্ঠিত “উলিপুর লোকজ উৎসব ২০২০”-এ ঢুলু শেখকে সম্মাননা জানানো হয়েছিলো।
সুত্র: ulipur.com 

Wednesday, May 13, 2020

ঈদ শপিং হোক অনলাইনে, সুরক্ষিত থাকুক শিশু

ঈদ শপিং হোক অনলাইনে, সুরক্ষিত থাকুক শিশু


আসছে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। দুই ঈদের মধ্যে মানুষ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর বেশ জাঁকজমকভাবে পালন করে। নতুন নতুন বাহারি পোশাকের রঙে ঈদের দিনটি ছন্দিত হয়ে ওঠে ঈদগাহ। সব বয়সীদের মধ্যে এই পোশাকের খেলা লক্ষ করা গেলেও শিশু, কিশোর ও কিশোরীদের মধ্যে এর ছোঁয়াটা বেশি দেখা যায়; যা ঈদকে আরও বর্ণিল ক
বর্তমানে আমাদের দেশে চলছে করোনার মতো ভয়াবহ একটা মহামারি। গ্রাস করে ফেলেছে পুরো পৃথিবীকে। তরুণ, যুবক, বৃদ্ধদের সঙ্গে শিশুরাও এর কবলে পড়ছে নিয়মিত। চিকিৎসকদের মতে, হাত ধোয়া, বাইরে গেলে মাস্ক পরার পাশাপাশি অন্যদের সংস্পর্শে না আসা—এর জন্য ঘরে থাকা জরুরি। ঘরে থাকলে বাইরের লোকের সংস্পর্শ থেকে রক্ষা পেতে পারি। আর এর জন্য সারা দেশের স্কুল–কলেজ ও বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের সব শপিং মল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ দীর্ঘদিন থেকে। বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঈদ উপলক্ষে সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে লকডাউনে বন্ধ থাকা শপিং মলগুলো। ইতিমধ্যেই রাজধানীর বড় দুটি শপিং মল না খোলার সিদ্ধান্ত নেয়। সংবাদ এবং পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশের প্রায় ৯০ শতাংশ শপিং মল বন্ধ থাকবে এবারের ঈদে। আবার কোনো দোকানমালিক এখনো সিদ্ধান্তহীনতায় আছেন।
ঈদের আগে দোকান ও শপিং মল পুনরায় চালু করা অর্থনীতির স্থবিরতাকে কাটিয়ে উঠতে সহায্য করলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁরা বলছেন, এর কারণে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বাজারে সেনাবাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থার তীক্ষ্ণ নজর না থাকলে হয়তো এই পরিস্থিতি অন্যদিকে যেতে পারে।
লকডাউন শিথিল হলেও বিপাকের আশঙ্কা কাটেনি এখনো। প্রবীণ, শিশু—এরা বরাবরই ঝুঁকিতে। সঙ্গে দুর্বল স্বাস্থ্য যাদের, তারা এখনো করোনার ঝুঁকিমুক্ত নয়। ঈদে শিশু–কিশোরদের মধ্যে ঈদের শপিং করার ব্যাপারটা অনেক বেশি। এমন অবস্থায় শপিং মলে ঈদের শপিং করতে যাওয়া একটি শিশুর পক্ষে হুমকিস্বরূপ। বর্তমান দেশে দৈনিক আক্রান্ত ব্যক্তির সংখ্যা আগের থেকে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ইতিমধ্যে বিপুলসংখ্যক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন, ফলে নির্বিঘ্নে তাঁরা সর্বত্র চলাফেরা করবেন এবং ভাইরাসটি দাবানলের মতো ছড়িয়ে পড়বে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করেন, সংক্রমিত লোকেরা যদি বাজারগুলোতে ভিড় করেন এবং বিক্রয়কর্মী হিসেবে দোকানগুলেতে কাজ করেন, তবে তাঁরা ভাইরাস সংক্রমণে ‘সুপার স্প্রেডার’ হয়ে উঠবে। একটি শিশু এই পরিস্থিতিতে শপিং মলে গেলে করোনার ঝুঁকি অনেক বেড়ে যাবে। তাই ঈদে শপিং মলে না যাওয়াই একটি শিশুর জন্য মঙ্গল। আজকের শিশু–কিশোরেরা আগামী দিনে দেশের কর্ণধার হয়ে কাজ করবে। তাই এই অবস্থায় অন্তত শিশু–কিশোরদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিকল্প হিসেবে অনলাইনে ঈদের শপিং নিশ্চিত করা জরুরি। এতে করোনার ঝুঁকি কিছুটা কম থাকতে পারে। আসুন সবাই নিজ দায়িত্বে পরিবারের শিশু–কিশোরদের সুরক্ষা নিশ্চিত করি।

লেখক: সম্পাদক ও প্রকাশক ‘ছুটিরপাতা’ (কিশোরদের ছোটকাগজ), উলিপুর, কুড়িগ্রাম। mdtanvirul54@gmail.com

Monday, May 11, 2020

চৌমহনী বাজার একতা শ্রমিক ক্লাব এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

চৌমহনী বাজার একতা শ্রমিক ক্লাব এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“ট্যাংকলরি কভার ভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন” বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর শ্রমিকদেরকে নিয়ে গঠিত  চৌমহনী বাজার একতা শ্রমিক ক্লাব এর উদ্যোগে কর্মহীন পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে কুড়িগ্রাম জেলার উলিপুরের হাতিয়া ইউনিয়নের ৭ নং ওর্য়াড ব্যাপারী গ্রামের কর্মহীন অসহায়  ৫০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন । খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল ও আলু। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌমহনী বাজার একতা শ্রমিক ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম (ড্রাইভার), সাধারন সম্পাদক আব্দুল মতিন খন্দকার মন্টুসহ সংগঠনের সদস্যগণ।