Thursday, November 12, 2020

উলিপুরে কিশোরদের ছোট কাগজ ’ছুটিরপাতা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন


কুড়িগ্রামের উলিপুরে সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কিশোরদের ছোট কাগজ ’ছুটিরপাতা’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১১নভেম্বর) বিকালে উপজেলার চৌমুহনী বাজার অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলে কেক কেটে ছুটিরপাতা ম্যাগাজিনটি ৫ম বর্ষে পদাপর্ণ করলেন। এ সময় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আবু হেনা মুস্তাফা, অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান আসাদ,ধামশ্রেণী ইউপি সদস্য খন্দকার আব্দুল মতিন মন্টু, ছুটিরপাতা ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক তানভীরুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক আবু আনাছ. নির্বাহী সম্পাদক এস এম নাহিদ সুলতান, রাকিবুল ইসলাম ও ছুটিরপাতা’র বিভিন্ন এলাকার পাঠক ফোমামের সদস্যগণ। উল্লেখ্য, টিফিনের টাকা বাঁচিয়ে ২০১৭ সালের জানুয়ারীতে প্রথম প্রকাশিত হয় ম্যাগাজিনটি। আজ হাটি হাটি পা পা করে ৪র্থ বর্ষ পেরিয়ে ৫ম বর্ষে পা দিল ছুটিরপাতা ম্যাগাজিন। শুধু ম্যাগাজিন প্রকাশে নয় বিভিন্ন পাড়া-মহল্লা, গ্রাম-গন্জ ও শহরের শিশু-কিশোরদের সুস্থ্য জীবন যাপন, সুস্থ্য পরিবেশ বন্ধন, মানসিক বিকাশ, প্রতিভাবান দরিদ্র শিক্ষার্থীদের সহযোগীতা ও সংকটময় পরিস্থিতিতে সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশ গঠনে ছুটিরপাতা পরিবার নিরলসভাবে কাজ করে আসছে।

লেখাটি ভাল লাগলে শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios:

ধন্যবাদ।।