নতুন বছর পেয়ে নতুন বই;
শিশু কিশোর স্কুলে চলে ওই।
আনন্দে দলে দলে বাঁধন হারা প্রাণ;
বুক ভরে নেয় নতুন বইয়ের ঘ্রাণ।
দুরন্ত বালক বালিকা লেখা পড়া ভালোবাসে;
বিশ্ব জয়ের বিরাট স্বপ্ন জোয়ারে ভাসে।
ওরা যেন ছোট ছোট মিটি মিটি তারা;
উছ্বল কল কল ঝর্ণার ধারা।
সহজ সরল সোনার ছেলে মেয়ে;
অগ্র গামী আশার তরী বেয়ে।
ওদের আলোয় হবে আলোকিত বিশ্ব বাসী;
সুকর্মের সুরভী ফুল ফোটাবে রাশি রাশি।
লেখক-
সুরঞ্জীত্ গাইন,খুলনা
0 coment rios:
ধন্যবাদ।।