Thursday, June 4, 2020

ছুটিরপাতা ঈদ ফটো কন্টেষ্ট! অংশ নিয়ে জিতে নিন মোবাইল রিচার্জ ও বই!

ছুটিরপাতা ঈদ ফটো কন্টেষ্ট! অংশ নিয়ে জিতে নিন মোবাইল রিচার্জ ও বই!

ছুটিরপাতা শিশু কিশোরদের নিয়ে কাজ করে।  শিশু কিশোরদের মানসিকতা বিকাশে এবারের আয়োজন ঈদ ফটো কন্টেষ্ট। ১ম পুরুষ্কার থাকছে ১০০ টাকা মোবাইল রিচার্জ ও বই। এছাড়াও আরো তিনটি পুরুষ্কার৷

অংশ নেয়ার শর্তাবলী-
>>অবশ্যই ছুটিরপাতার নিয়মিত গ্রাহক হতে হবে৷ আপনি নিয়মিত গ্রাহক না হলে নিচের লিংকে গিয়ে ফরমটিপূরণ করুন।  (নিয়মিত গ্রাহক শর্ত- যে কোনো পরিমান কপি নিয়মিত ক্রয় করতে হবে। গ্রাহক মেয়াদ সর্বনিম্ন ২ বছর। নিয়মিত গ্রাহক ফরম লিংক https://docs.google.com/forms/d/e/1FAIpQLScSPxJYwartW-SqhdhUNYv2EJg4v9i1gTcNZIF002JxBysBpg/viewform?usp=sf_link>>)

>>ছবি জমা দেয়ার জন্য নিজের প্রোফাইলে #chtirpata-pc লিখে ছবিটি পোষ্ট করতে হবে৷ অবশ্যই # হ্যাস ট্যাগ ব্যবহার করবেন৷
>>এরপর আপনার ব্যক্তিগত প্রোফাইলে আপলোড কৃত ছবিটি এবং গ্রাহক নাম্বার সহ ছুটিরপাতার পেইজে বা আইডিতে বা মেইলে পাঠাবেন। (যারা গ্রাহক ফরমপূরণ করেছেন তারা উল্লেখকৃত নিজ নাম্বারে গ্রাহক নাম্বার বার্তা পাবেন।
>>আপনার টাইম লাইনে পোষ্টকৃত ছবিটির লাইক,কমেন্ট ও শেয়ার এর উপর  ৫০% মার্ক থাকবে৷

লেখাটি ভাল লাগলে শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.