“চর চ্যারিটি ফর চেইঞ্জ” কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতের লক্ষে ১০হাজার মাস্ক বিতরণ করেছে জেলার বিভিন্ন সংগঠনের মাধ্যমে।
মঙ্গলবার(৮সেপ্টেম্বর) বিকালে “চর চ্যারিটি ফর চেইঞ্জ” হতে প্রাপ্ত ২শ মাস্ক সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কিশোরদের ছোট কাগজ "ছুটিরপাতা" উলিপুর চৌমহনী বাজার এলাকার হাফিজিয়া মাদরাসার ছাত্রদের ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনা মুল্যে বিতরণ করেন।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন ছুটিরপাতা ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক তানভীরুল ইসলাম, সহ-সম্পাদক রাকিবুল ইসলাম সহ ছুটিরপাতা’র বিভিন্ন ফোরামের টিম লিডার ও বন্ধুগণ।
উল্লেখ্য, করোনার করাল গ্রাসের সূচনালগ্ন থেকেই কুড়িগ্রাম জেলার সাবেক পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম এর মানবিক সংগঠন চর চ্যারিটি ফর চেইঞ্জ ফেসবুক গ্রুপের সদস্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা, রমজান মাসে রহমত প্যাকেজ, ঈদ উপহার প্যাকেজ, বন্যা বন্ধু প্যাকেজ, ঈদে বানভাসি চরাঞ্চলের মানুষদের জন্য কুড়িগ্রাম জেলার বিভিন্ন চরে গরু কোরবানী করে মাংস বিতরণ করে অসহায় মানুষকে সহায়তা করে আসছে সংগঠনটি। এছাড়াও বিভিন্ন সময় গ্রুপের সদস্যদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বিশাল অংকের পুরস্কার প্রদান করেন। তাই অল্প সময়ে অসহায় মানুষদের কাছে মানবিক সংগঠন হিসেবে সুপরিচিত হয়ে উঠেছে চর চ্যারিটি ফর চেঞ্জ।
0 coment rios:
ধন্যবাদ।।