বন্যা
আজিজুর রহমান
হায়রে বন্যা,
সর্বস্তরের মানুষের মুখে এনেছে কান্না।
বন্যার প্রবল গ্রাসে,
মানুষ আজ সর্বনাশে।
হারিয়ে যায় মানুষের ঘরবাড়ি,
নিঃস্ব হয় মানুষ সারি সারি।
হারায় বাড়িঘর হারায় মানুষের সহায়-সম্বল,
মানুষের জন্য বন্যা হয়ে দাড়িয়েছে অভিশাপ অমঙ্গল।
প্রতিবছর বন্যায়,
হাজারো ঘরবাড়ি ফসলি জমি হারায়।
ডুবিয়ে যায় গ্রামের পর গ্রাম,
নিঃস্ব হয় মানুষ অবিরাম।
ভয়ঙ্কর বন্যায় মানুষের হয় ফসলহানি,
চারিদিকে দেখা দেয় শুধু পানি আর অর পানি।
বন্যার মত প্রাকৃতিক দূর্যোগে,
বাংলার মানুষ আজ দূর্ভোগে।
বন্যার কারণে ভেসে যায় মানুসের সাজানো সংসার,
নিঃস্ব হয় বাংলার শত পরিবার।
হাজারো জনপদ তলিয়ে বিচ্ছিন্ন হয় যোগাযোগ,
নেমে আসে মানুষের মাঝে দূর্ভোগ।
বানভাসী মানুষ হয়ে যায় কর্মহীন,
বোঝা হয়ে দাঁড়ায় তাদের হাজারো ঋণ।
শিশু বাচ্চাদের জন্যে থাকে সর্বদা ভয়,
পায়না অনেকে খাদ্য চিকিৎসা ও আশ্রয়।
সংকট হয় বিশুদ্ধ পানির,
ভয় থাকে শিশু বৃদ্ধদের প্রানহানির।
বিশুদ্ধ পানির অভাবে অনেকে বন্যার পানি পান করে,
ফলস্বরুপ নানা ধরণের অসুখ বিসুখ ছড়িয়ে পড়ে।
ডায়রিয়া আমাশয় কলেরায়,
হাজারো প্রানহানি ঘটে ভয়ঙ্কর বন্যায়।
প্রানীকুল পড়ে হুমকিতে,
প্রানহানি হয় বন্যার পানিতে।
কৃষকের ঘরে থাকে না বীজ গরু থাকে না গোয়ালে,
বন্যায় ঝরে যায় হাজারো প্রান অকালে।
অনেকে পায় সরকারি ত্রাণ,
মুখে আসে হাসি ভরে যায় প্রান।
এক শ্রেণির মানুষেরা ত্রাণ করে আত্মসাৎ,
যার কারণে দূর্ভোগে কাটে অসহায়দের শত রাত।
বন্যার কারণে ব্যাহত হয় দেশের উন্নয়ন,
ছল ছল জলে ভরা থাকে অসহায়দের দুই নয়ন।
সবাই মিলে নিজ উদ্যেগে,
অসহায়দের পাশে থাকবো সকল দূর্যোগে।
ছুটিরপাতা বন্ধু ফোরাম, পল্লী উন্নয়ন রেসিডেন্সিয়াল স্কুল শাখা।
0 coment rios:
ধন্যবাদ।।