সর্বশেষ

Wednesday, December 29, 2021

উলিপুরের ধামশ্রেনী ইউপি নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

উলিপুরের ধামশ্রেনী ইউপি নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন কাশিয়াগাড়ী ৪নং ওর্য়াডবাসী।
গত ২৮ মঙ্গলবার রাতে রফিকুল ইসলামের নিজ বাস ভবনে ফুলেল শুভেচ্ছা জানান কাশিয়াগাড়ী ৪নং ওর্য়াডবাসী। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো: জাবেদ আলী, ছুটিরপাতা ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক তানভীরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাকিউল খন্দকার, হাসানাত, এআর আতাউর রহমান, আব্দুল কাইয়ুম সরকার, নুরুজ্জামান মিয়া, দারোগ আলী, জামাল, কাইয়ুম, আব্দুল কাফি, দীলিপ চন্দ্র, লিখিল চন্দ্র, রিপন চন্দ্র, আব্দুর রহমান প্রমুখ।
নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ধামশ্রেনী ইউপি নির্বাচনে জয় লাভ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। কারণ জনগনের ভালবাসা ও আস্থার কারণে আজ আমি ইউপি চেয়ারম্যান। জনগন আমাকে ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি জনগনের ভালবাসা ও আস্থার মান রাখবো। ধামশ্রেনী ইউনিয়ন উন্নয়নে সকলকে নিয়ে কাজ করতে চাই। 

উল্লেখ্য, রোববার (২৬ ডিসেম্বর) ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মোটর সাইকেল প্রতিকে ৪ হাজার ১শ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মফিজল হক টেলিফোন প্রতিকে ২ হাজার ৩শ ৯২ ভোট পান।

Tuesday, July 20, 2021

উলিপুরে চরাঞ্চলের শিশুদের নিয়ে ছুটিরপাতার ঈদ মেহেদী উৎসব

উলিপুরে চরাঞ্চলের শিশুদের নিয়ে ছুটিরপাতার ঈদ মেহেদী উৎসব


 

ঈদ মানে আনন্দ । মুসলিম জাতির জন্য এক বিশেষ দিন। আর এই ঈদকে কেন্দ্র করে শিশুদের আগ্রহের শেষ নেই। অভিভাবকরাও সবাই চায় তাদের সন্তানের সমস্ত বায়না মেটাতে । তারপরেও কিছু বায়না অপূরণীয় রয়েই যায়। কারো বা কখনো পূরণই হয় না। পূর্ণ হয়ে উঠে না ঈদের আনন্দ । নতুন জামার পাশাপাশি শিশুদের অন্যতম বায়না হলো “মেহেদী”। ছোট্ট ছোট্ট দুটি হাতে মেহেদী রাঙাতে পারলেই যেন ঈদের আনন্দ সার্থক হয়।
মঙ্গলবার (২০ জুলাই) সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কয়েকটি চরের সেই সকল সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের নিয়ে “ছুটিরপাতা” ম্যাগজিন আয়োজন করে ঈদ মেহেদী উৎসব। স্বাস্থ্য বিধি মেনে এবং মাস্ক পরিধান করে প্রায় শতাধীক শিশুদের হাতে মেহেদীর আল্পনায় রাঙিয়ে দেওয়া হয়। এতে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে সেই সকল শিশুরা। এছাড়াও আগত সকল শিশুদের মাঝে মাস্ক এবং চলকেট বিতরণ করা হয়।
মেহেদী রাঙিয়ে দিতে উৎসবে অংশ নেওয়া তরুণ নুরআলম সিদ্দিক জানায়, ‘আগামীকাল ঈদুল আযহা। দিনটি সবার জন্য আনন্দের। আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিলাম। প্রতি বছর বাড়িতে ছোট ভাই বোনদের হাতে মেহেদী রাঙিয়ে দিই। তবে এবার সুবিধা বঞ্চিত শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিয়ে অনেক ভাল লাগছে।
ছুটিরপাতার নির্বাহী পরিচালক রাকিবুল ইসলাম জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা প্রতিবছর তাদের জন্য এমন আয়োজন করেই যাবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ‘এসব শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। সমাজের সবাই যদি এসব শিশুদের ছোট ছোট আনন্দের ভাগিদার হয়ে যায়, তাহলে তাদের মলিন মুখেও নির্মল হাসি ফুটে উঠবে।
’মেহেদী উৎসবের সমন্বয়ক ও ছুটিপাতার সম্পাদক ও প্রকাশক তানভীরুল ইসলাম জানান- ঈদ সবার । আর আনন্দ ভাগাভাগি করে নেওয়ার দ্বায়িত্ব আমাদেরই সকলের। প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের ক্ষুদ্র ফান্ডে আমরা চেষ্টা করেছি সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য। বিশেষ করে চরাঞ্চলের শিশুদের মাঝে। কারণ চরাঞ্চলের শিশুরা বরাবর এসব থেকে পিছিয়ে

Wednesday, May 19, 2021