কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন কাশিয়াগাড়ী ৪নং ওর্য়াডবাসী।
গত ২৮ মঙ্গলবার রাতে রফিকুল ইসলামের নিজ বাস ভবনে ফুলেল শুভেচ্ছা জানান কাশিয়াগাড়ী ৪নং ওর্য়াডবাসী। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো: জাবেদ আলী, ছুটিরপাতা ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক তানভীরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাকিউল খন্দকার, হাসানাত, এআর আতাউর রহমান, আব্দুল কাইয়ুম সরকার, নুরুজ্জামান মিয়া, দারোগ আলী, জামাল, কাইয়ুম, আব্দুল কাফি, দীলিপ চন্দ্র, লিখিল চন্দ্র, রিপন চন্দ্র, আব্দুর রহমান প্রমুখ।
নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ধামশ্রেনী ইউপি নির্বাচনে জয় লাভ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। কারণ জনগনের ভালবাসা ও আস্থার কারণে আজ আমি ইউপি চেয়ারম্যান। জনগন আমাকে ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি জনগনের ভালবাসা ও আস্থার মান রাখবো। ধামশ্রেনী ইউনিয়ন উন্নয়নে সকলকে নিয়ে কাজ করতে চাই।
উল্লেখ্য, রোববার (২৬ ডিসেম্বর) ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মোটর সাইকেল প্রতিকে ৪ হাজার ১শ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মফিজল হক টেলিফোন প্রতিকে ২ হাজার ৩শ ৯২ ভোট পান।